সাযুজ্য – প্রবীর কুমার নন্দী || Sayujya Poem by Prabir Kumar Nandi

সদ্য গোঁফ ওঠা তমালের চোখে
এখন রঙালি স্বপ্ন
সে দ্যাখে পৃথিবীটা একটা
প্রস্ফুটিত গোলাপ
তার বুকের সমুদ্রে উথাল পাতাল ঢেউ
আকাঙ্খার নৌকো ভাসিয়ে
সে তুলে আনবেই রক্ত প্রবাল ।

কিন্তু আমরা যারা বিষণ্ন মেঘের
কাছে , করতল পেতে বলেছি–
ভাসিয়ে দাও এ মরু জীবন
ব্যর্থ মুখ আয়নায় দেখতে
ভুলে গিয়ে , হ’য়ে গেছি বিমূর্ত গল্প
সে কথা তমালকে বোঝানো যাবে না ।
আরও বোঝানো যাবে না , রাস্তার ধারে
ফ্ল্যাটের দাম ক্রমশ বাড়ছে ; কিন্তু
ফুটপাতে বসে থাকা মানুষগুলোর
কোন মূল্য নেই ।

তমাল সময়কে ভাঙচুর করে
নতুন কিছু নির্মাণ করতে চায়
আমরা ওকে বলবো একটু খোঁজ নাও
নববর্ষের আগে , যারা শুভ শব্দটা সাজায়
অন্ধকার কানাগলিতে পড়ে থাকা
মানুষগুলোর যাপন চিত্রে
উক্ত শব্দটা কতটা সাযুজ্য …!