পুরনো ধাঁধা – সুকান্ত ভট্টাচার্য || Purono Dhadha Poem by Sukanta Bhattacharya

বলতে পার বড়মানুষ মোটর কেন চড়বে?

 

গরীব কেন সেই মোটরের তলায় চাপা পড়বে?

 বড়মানুষ ভোজের পাতে ফেলে লুচি-মিষ্টি,

 গরীবরা পায় খোলামকুচি, একি অনাসৃষ্টি?

 বলতে পার ধনীর বাড়ি তৈরি যারা করছে,

 কুঁড়েঘরেই তারা কেন মাছির মতো মরছে?

 

ধনীর মেয়ের দামী পুতুল হরেক রকম খেলনা,

 গরীব মেয়ে পায় না আদর, সবার কাছে ফ্যালনা।

 বলতে পার ধনীর মুখে যারা যোগায় খাদ্য,

 ধনীর পায়ের তলায় তারা থাকতে কেন বাধ্য?

 ‘হিং-টিং-ছট্’ প্রশ্ন এসব, মাথার মধ্যে কামড়ায়,

 

বড়লোকের ঢাক তৈরি গরীব লোকের চামড়ায়।