বেরিয়ে যখন পড়েছি ভাই
থামলে তো আর চলবে না,
হিমালয়ের বরফ জেনো
ঘামবে তবু গলবে না।
সামনে চেয়ে এগিয়ে চলো
ভয় পেওনা বাদলাতে,
পয়সা যদি ফুরিয়ে থাকে
চালিয়ে নেব আধ্লাতে।
উপোস করে’ চলব তবু
কিছুর ভয়ে টলবো না,
মনের কথা লুকিয়ে মুখে
শত্রুকে আর ছলব না।
বিঁধছে কাঁটা? ফুটছে কাঁকর?
ফুটুক তবু ছুটব হে,
ইন্দ্রদেবের স্বর্গটাকে
সবাই মিলে লুটব হে।
চাঁদের ঘরে কী ধন আছে
উটকে চলো দেখবো রে,
ধাক্কা দিয়ে তারায় তারায়
সূর্যে গিয়ে ঠেকব রে।