নেমতন্ন – অন্নদাশঙ্কর রায় || Nemontonno Poem by Annadasankar Roy

যাচ্ছ কোথা?

 

চিংড়িপোতা।

 কীসের জন্য?

 নেমন্তন্ন।

 বিয়ে বুঝি?

 না বাবুজি।

 

কীসের তবে?

 ভজন হবে।

 শুধুই ভজন?

 প্রসাদ ভোজন।

 কেমন প্রসাদ?

 

যা খেতে সাধ।

 কী খেতে চাও?

 ছানার পোলাও।

 ইচ্ছে কী আর?

 সরপুরিয়ার।

 আঃ কী আয়েশ!

 রাবড়ি পায়েশ।

 এই কেবলি?

 ক্ষীর কেদলি?

 বাঃ কী ফলার!

 সবরী কলার।

 এবার থামো।

 ফজলী আমও।

 আমিও যাই?

 না , মশাই।