মানুষটা যে ল্যাংচায়।
সত্যি কি ও খোড়া?
নাকি আসলে ভাঙাচোরা
রাস্তাটাকেই
ভ্যাংচায়।।
মাটিতে খেলে আছাড়
দোষটা, জেনাে, কোঁচার নয়-
কাছার।।
ঢিলের বদলে পাটকেল
খেলে তবে যদি
হয় বাবুদের আক্কেল।।
রাজা বলেন, ঢের হয়েছে।
চাই না আর গদিতে ফের
বসতে।
সাঙ্গোপাঙ্গ নিয়ে এবার
রওনা হব।
সটান বানপ্রস্থে।।
ভবী ভােলে না কো আর
মারলেও ছক্কা
বলে, খোঁজ নাও তাে হে,
টক্কা না ফক্কা।।