মায়াতরু – অশোকবিজয় রাহা || Mayatoru – Ashok Bijoy Raha

Mayatoru kobita poem lyrics, বাংলা কবিতা লিরিক্স, Bangla Kobita Lyrics, Bengali Poem, Bengali Poem Website, Bangla Kobita Website 

এক যে ছিলাে গাছ,

 

সন্ধে হ’লেই দু-হাত তুলে জুড়তাে ভূতের নাচ।

 আবার হঠাৎ কখন

 বনের মাথায় ঝিলিক মেরে মেঘ উঠতাে যখন

 ভালুক হ’য়ে ঘাড় ফুলিয়ে করতাে সে গরগর

 বৃষ্টি হ’লেই আসতাে আবার কম্প দিয়ে জ্বর।

 

এক পশলার শেষে

 আবার যখন চাঁদ উঠতাে হেসে

 কোথায় বা সেই ভালুক গেলাে, কোথায় বা সেই গাছ,

 মুকুট হ’য়ে ঝাঁক বেঁধেছে লক্ষ হীরার মাছ।

 ভােরবেলাকার আবছায়াতে কান্ড হ’তাে কী-যে

 

ভেবে পাইনে নিজে,

 সকাল হ’লাে যেই

 একটিও মাছ নেই,

 কেবল দেখি প’ড়ে আছে ঝিকির-মিকির আলাের

 রুপালি এক ঝালর।