কিংবদন্তি – প্রবীর কুমার নন্দী || Kingbadanti by Prabir Kumar Nandi

যে অগ্নিবান বুকে নিয়ে
অনির্বাণ হেঁটে চলেছে
তুমি কি তার খোঁজ পেয়েছো সুতনুকা ?
তার বুকের মধ্যে কত যুদ্ধ , কত বিষণ্ন বাতাস
ঝমঝম বৃষ্টি , ভাঙনের খেলা ,আত্মঘাতে নীল !
সুতনুকা তুমি কি বৈতরণীর তীরে বসে দেখছো ?
অনির্বাণের সৌম্যকান্তি সন্ন্যাসীর বেশ
তাকিয়ে দ্যাখো কেমন ধীর পায়ে
হেঁটে চলেছে , অভিমানী শিল্পী
তোমাকে হারিয়ে ও এখন রিক্ত , নিঃস্ব
তুমি কি বুঝতে পারো তার আর্তি ?
হিমশৈলে ধাক্কা লেগে ,ফুটো হওয়া
টাইটানিকের মতো তার মন
ডেটথ রোম্যান্স নিয়ে
সে এখন কিংবদন্তি প্রেমিক …