ফার্স্ট হতে হয় – প্রমোদ বসু || First Hote Hoy Poem by Pramod Basu

ছোটদের ফার্স্ট হতে হয়,

 

ছোটদের ফার্স্ট হতে হয়।

 সাঁতারে, চিত্রকলায়

 ব্যায়ামে,পদ্যবলায়

 ছোটদের ফার্স্ট হতে হয়,

 ছোটদের ফার্স্ট হতে হয়।

 

কোচিঙে, বিদ্যালয়ে

 শাসনের জন্যে ভয়ে

 ছোটদের ফার্স্ট হতে হয়,

 ছোটদের ফার্স্ট হতে হয়।

 গানে আর তবলা- তালে,

 

ক্রিকেট ও দাবার চালে

 ছোটদের ফার্স্ট হতে হয়,

 ছোটদের ফার্স্ট হতে হয়।

 বড়দের মান বাঁচাতে,

 দিনরাত এই খাঁচাতে

 ছোটদের ফার্স্ট হতে হয়,

 ছোটদের ফার্স্ট হতে হয়।