এক যে ছিল রাজা-
রাজত্বটা মস্ত
উঠতে বললে উঠত লােকে
বসতে বললে বসত।।
একদিন সেই রাজার
রাজ্য গেল উল্টে
শূলে চড়ার আগেই রাজা
গেলেন পটল তুলতে।
রাজত্বটা কে চালাবে?
গণক দেখেন কুষ্ঠী।
রাজা হয়ে উজির করেন
সবার মনস্তুষ্টি।
সিংহাসনে চোখ পড়তেই
ওঠে সবাই আঁৎকে
রাজা না থাক, কিন্তু রাজার
গোঁফ যে আছে আট্ কে ।
ভিড়ের মধ্যে কেউ খুলছে।
পুঁথি বা কেউ পঞ্জি
দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে রাজার
ভাইপাে এবং বােনঝি।