দুই বাংলা – অপূর্ব দত্ত || Dui Bangla Poem by Apurba Dutta

আমাদের ছিল ধুলো-কাদা মাখা

 

একখানা ছোট গ্রাম,

 আমাদের ছিল কালবৈশাখী

 লিচু আর কালোজাম।

  

 আমাদের ছিল একখানা নদী

 

তার পাশে ইসকুল,

 বৈশাখে ছিল রবীন্দ্রনাথ

 জ্যোষ্টিতে নজরুল।

  

 রবীন্দ্রনাথ পৃথিবীর কবি

 

নেই তাতে সংশয়,

 নজরুল নিয়ে তবু কেন আজও

 এত বিভ্রম হয়।

  

 কেউ বলে তিনি এপারের কবি

 ওপারের বলে কেউ,

 এপার-ওপার তাঁর কাছে এক

 ফেরান না কাউকেও।

  

 কেউ বলে তিনি বিদ্রোহী কবি

 কেউ বলে কবি ধর্মের,

 সাম্যবাদের পুরোহিত তিনি

 মানুষের যত কর্মের।

  

 পদ্মার বুকে ঢেউ যদি জাগে

 গঙ্গায় লাগে দোলা,

 মন্দিরই বল মসজিদই বল

 তাঁর কাছে সবই খোলা।

  

 এপারেও তিনি ওপারেও তিনি

 মাঝখানে তারকাঁটা,

 একসাথে তাঁকে প্রণাম জানাতে

 বাড়িয়ে রয়েছি পাটা।

  

 বিভেদের গাছ কেউ যদি পোঁতে

 টান মারো তার মূলে,

 দুই বাংলাকে এক করে দাও

 রবীন্দ্র-নজরুলে।