লােডশেডিং-এ ঘটনাটা ঘটলাে অদ্ভুত
গােবিনমামার চোখের সামনে।
আস্ত একটা ভূত!
(আরে ধ্যুত! আরে ধ্যুৎ !)
শােনাই না গল্পটা তার
ঘটলাে যা তা চমৎকার
বারান্দায় ঘােরে ফেরে কেটা?
নিশ্চয় হবে কোনাে পেত্নির বেটা।
আসে যায় হাত নাড়ে, হঠাৎ সটকে পড়ে
সুরুৎ সুরুৎ ?
(আরে ধ্যুৎ! আরে ধ্যুৎ!)
কী যে বলো আজগুবি
হাসি পায় শুনে খুবই
তবু বলা চাই তার গল্পটা ভূতের
যেন বা নামতা পড়ে ছয়ের সাতের।
এইসব কালাে ছায়া বিতিকিচ্ছিরি
ভূতেরা নৃত্য করে কী বা তার ছিরি
ভূতের শরীর কেমন ? নরম, লােমশ ?
মুখটা দেখেছে তার কিংবা মুখােশ?
ক’টা হাত? ক’টা পা?
আছে নাকি রণপা ?
নাকিসুরে কাঁদে, নাকি
বাজে জগঝম্পা?
বলাে বলাে সাফ কথা
ভূত নিয়ে মাথাব্যথা
হাসালে গােবিনমামার কাহিনী কিম্ভুত
ভূতেরাও শুনে হাসে।
ছিল যারা আশেপাশে
হঠাৎ চমকে উঠে,
জ্বলেছে বিদ্যুৎ!
কোথা ভূত? কোথা ভূত?
(আরে ধ্যুৎ! আরে ধ্যুৎ!)