আমরা করবো জয় – হেমাঙ্গ বিশ্বাস || Amra Korbo Joy Poem by Hemanga Biswas

আমরা করবো জয়!

আমরা করবো জয়!

আমরা করবো জয়!

একদিন…

আহা বুকের গভিরে আছে প্রত্যয়

আমরা করবো জয়!

একদিন… ।।

একদিন সূর্যের ভোর

একদিন স্বপ্নের ভোর

একদিন সত্যের ভোর

আসবেই…

এই মনে আছে বিশ্বাস

আমরা করি বিশ্বাস

সত্যের ভোর আসবে

একদিন… ।।

পৃথিবীর মাটি হবে মধুময়

বাতাস হবে মধুময়

আকাশ হবে মধুময়

একদিন…

এই মনে আছে বিশ্বাস

আমরা করি বিশ্বাস

আকাশ হবে মধুময়

একদিন… ।।

আর নয় ধ্বংশের গান

জনতার ঐকতান

সৃষ্টির সুরে হবে গান

একদিন…

এই মনে আছে বিশ্বাস

আমরা করি বিশ্বাস

সৃষ্টির সুরে হবে গান

একদিন… ।।

আমরা মানি নাকো বাঁধা বন্ধন

হাতে বাধি রাঁখি বন্ধন

সামনে সত্যের জয়

একদিন…

এই মনে আছে বিশ্বাস

আমরা করি বিশ্বাস

সামনে সত্যের জয়

একদিন… ।।

আমরা করবো জয়!

আমরা করবো জয়!

আমরা করবো জয়!

একদিন…

আহা বুকের গভিরে আছে প্রত্যয়

আমরা করবো জয়!

একদিন… ।।

আমরা করবো জয়!

একদিন… ।।