About us

কবিতাগ্রাফ

বাংলা সাহিত্য  আক্ষরিক অর্থেই স্বর্ণের খনি । বহুদিন ধরে প্রখ্যাত কবি সাহিত্যিকরা তাদের লেখনীর দ্বারা বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে চলেছেন,  আর এখনও চলছেন। আমাদের মতো সাহিত্যপ্রেমীরা সে অমৃত সুধাই পান করে চলছি ।

“কবিতাগ্রাফ” একটি অনলাইন পোর্টাল, যার প্রকৃত উদ্দেশ্য হল নামী অনামী সমস্ত কবি সাহিত্যিকদের লেখা গুলি আপনাদের সামনে তুলে ধরা । মুলত সাহিত্য প্রেমীদের কথা ভেবেই আমাদের এই যাত্রা শুরু । এই ওয়েবসাইটে আমরা নিয়মিত ভাবে বিভিন্ন সময়ের বিভিন্ন বাংলা কবিতা ছোট গল্প পোস্ট করে থাকি । আজকের এই ইন্টারনেটের যুগে যারা সাহিত্য চর্চা করে থাকেন – কবিতা পড়তে ভালোবাসেন অথচ সময়ের অভাবে বই নিয়ে বসা সম্ভব হয়না তাদের কথা মাথায় রেখেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস । ভিন্ন ভিন্ন লেখক ও কবিদের লেখনীর প্রচার ও প্রসারনের মাধ্যমেই বাংলা হোক জয়জয়কার ।