জীবদ্দশা – প্রবীর কুমার নন্দী || Jibaddasha Poem by Prabir Kumar Nandi

 আমাকে যদি কেউ আপেল আঙুর বেদানা 

 খাওয়াতে চায়, মৃত্যুর পর পুকুর ধারে পোঁতা  বেনাগাছে নয় 

 আমি জীবিত থাকতেই তা খাওয়াক। 

 

 আমাকে যদি কেউ ভালোবেসে থাকে তাহলে 

 মৃত্যুর পর অনুশোচনায় অশ্রু বর্ষণ না ক’রে,

 জীবদ্দশায় একজন মানুষকে যতখানি মর্যাদা 

 প্রদর্শন করা যায়, তা করুক 

 

 আমার আদ্য শ্রাদ্ধ আমি জীবিত থাকতেই করতে চাই 

 আমি নিজের চোখে দেখতে চাই, কে কতগুলো 

 লুচি  মিষ্টি  খাচ্ছে , সোল্লাসে 

 এবং নিয়ম ভঙ্গের দিন আমার আত্মজনেরা 

কেমন তারিয়ে তারিয়ে  মাংস চিবাচ্ছে । 


আমার শ্রাদ্ধের দিন সুন্দর  মঞ্চ তৈরী হবে 

সেখানে চলবে গান , কবিতাপাঠ  আর 

কবিদের আড্ডা। 

আমি হো হো হাসিতে ভরিয়ে দেব দিকবিদিক ।