যাপনচিত্র -প্রবীর কুমার নন্দী || Yapanchitra Poem by Prabir Kumar Nandi

দুটি প্রদীপ মুখোমুখি
একে অপরের প্রজ্বলন দেখছে
দেখেছে শিখা, কার কতখানি ক্ষীণ ।
শুন্য ঘর, খোলা বারান্দা
দমকা হাওয়ায় কার কখন যতি পড়ে ।

দুটি প্রদীপ মুখোমুখি
হিসাব কষছে
কে কতখানি দিয়েছে আলো
এ বিশ্বসংসারে !
তেল সলতের এ জীবনে
আজ তাদের হিসেবের দিন
শুধুই হিসেবে।

অ্যালবাম খুলে কেউ স্মৃতি রাখে
কেউ স্মৃতি স্মরণ করে
এরাও স্মরণ করছে স্মৃতি, হিসেবের খাতা

দলিল পর্চা ঘেঁটে
কঠিন বাস্তবের উপর দাঁড়িয়ে
দেখে নিচ্ছে, তাদের জায়গাটুকু ক্ষয়ে ক্ষয়ে
কোথায় গিয়ে থামবে।