পুজোর ফরমাস – কিরণধন চট্টোপাধ্যায় || Pujor Formas Poem by Kirandhan Chattopadhyay

চাই না পুজোর জরির পোষাক—চাই না এবার আলপাকা,

 নক্সা-কাটা রেশমী রুমাল বিলাসিতার রং মাখা,—

 মোটা জামা মোটা কাপড়—তাই আমাদের দিস্ কিনে,

 তাঁতের বোনা হাতের সূতো—দাম যে মা তার লাখ্ টাকা।

  

 

কাজ কি বাজে বাবুয়ানি, —খদ্দর তো ভদ্র-বেশ ;

 মহাত্মাজীর ঐ তো বাণী,—পি. সি. রায়ের ঐ আদেশ।

 তাঁদের কথা কোন্ মুখে মা ফেলব ঠেলে ফেলব আজ?

 বিদেশী চিজ্ কিনব নাকো, নেই কি আমার লজ্জা লেশ।

  

 

জননী আর জন্মভূমি স্বর্গ হতে শ্রেষ্ঠ ঢের ;

 একটি ফোঁটা রক্ত আমার থাকবে য’দিন এই দেহের—

 ঐ কথাটি বুকে লেখা থাকবে সোনার অক্ষরে ;

 তোমাদেরই কোলে আমার জন্ম যেন হয় মা ফের!

  

 তোমার হাতের শাক-ভাতে-ভাত লাগে কি মা তার কাছে—

 পোলাও কোর্ম্মা কোপ্তা কাবাব? হোটেলে তো ঢের আছে।

 স্বদেশ-জাত সকল জিনিষ তেমনি লাগে মিষ্টি গো—

 পাত্ লা, পুরু, সস্তা, দামী,—দোষ গুণ তার কে বাছে?

  

 আর এক কথা বলতে তোমায় ভুল করেছি—মস্ত ভুল,

 ঐ খানেতে খেলতে আসে হাতে চাঁপা, টগর ফুল,

 মতি চারু দুটি ভাই-এ, বড়ই গরীব মা-হারা,—

 দেখলে মায়া হয় মা তাদের মলিন মুখ আর রুক্ষ চুল।

  

 আমারে যা দিবি কিনে তাদেরো তাই দিস্ কিনে,

 মোটা জামা মোটা কাপড়—চাই না মিহিন্ ফিন্ ফিনে,

 যত্ন আদর করবে তাদের—মুখের পানে চাইবে কে?

 সংসারে কেউ নেইক তাদের বিধবা এক বোন বিনে।

  

 দেশ ছেয়ে মা এমনিতর অনাথ ছেলে মেয়ের দল

 দুখের বোঝা বইছে বুকে ফেলছে কত চোখের জল—

 তাদের অশ্রু কে মুছাবে? দুঃখ তাদের বুঝবে কে?

 পাইনা ভেবে কূল কিনারা—হৃদয় শুধু হয় বিকল।

  

 আয় দুজনে আয় করি আয় মা দুর্গারে প্রার্থনা,

 দাও ঢেলে দাও ওদের প্রাণে শান্তি এবং সান্ত্বনা ;

 ফুটলে হাসি এদের মুখে টুটবে আঁধার জগৎ ময়—

 নইলে মোদের ব্যর্থ পূজা, কি বলিস্ মা? ব্যর্থ না?