নকল সাহেব – মন্দাক্রান্তা সেন || Nokol Shaheb Poem by Mandacranta Sen

শোনো শোনো সবাই একটা মজার কথা শোনো

 ব্যাপারখানা রহস্যময় সন্দেহ নেই কোনো

  

 বাংলাদেশের ঘরে ঘরে সকল ছেলে-মেয়ে

 হঠাৎ এমন খেপল কেন সায়েব হতে চেয়ে?

 

 

 বাঙালি বাপ-মায়ের শিশু, যখন গেল স্কুলে

 অন্য ভাষার চাপে নিজের ভাষাই গেল ভুলে!

  

 ইংরিজি আর হিন্দি জানে, জানে না কেউ বাংলা

 

শিক্ষিত কি বলে এদের? এদের বলে হ্যাংলা।

  

 অন্যলোকের নকল করে, নকল করেই ধন্য

 আমাদের তো লজ্জা পাওয়া উচিত ওদের জন্য।

  

 এই ভাষাতেই রবিঠাকুর লেখেন গীতাঞ্জলি

 নোবেল পাওয়া সেই ভাষাতেই আমরা কথা বলি।

  

 এমন বিরাট মর্যাদা আর ক’টা ভাষার আছে?

 আমরা কেন বিকিয়ে যাব অন্য ভাষার কাছে?

  

 তাইতো বলি, আপত্তি নেই অন্য ভাষা শিখতে

 আপত্তি নেই হিন্দি বলায়, ইংরাজিতে লিখতে।

  

 কিন্তু যারা নিজের ভাষা বাংলা গেছে ভুলে

 তোমরা তাদের কানটি দিও আচ্ছা করে মুলে।