প্যাঁচা আর প্যাঁচানী – সুকুমার রায় || Pecha ar pechani poem by Sukumar Ray

প্যাঁচা কয় প্যাঁচানী,

 

খাসা তোর চ্যাঁচানি

 শুনে শুনে আন্‌মন

 নাচে মোর প্রাণমন!

 মাজা-গলা চাঁচা-সুর

 আহলাদে ভরপুর!

 

গলা-চেরা ধমকে

 গাছ পালা চমকে,

 সুরে সুরে কত প্যাঁচ

 গিট্‌কিরি ক্যাঁচ্ ক্যাঁচ্!

 যত ভয় যত দুখ

 

দুরু দুরু ধুক্ ধুক্,

 তোর গানে পেঁচি রে

 সব ভুলে গেছি রে,

 চাঁদমুখে মিঠে গান

 শুনে ঝরে দু’নয়ান।