মাগো, আমার মা
তোমার সঙ্গে আড়ি, আর একটা কথাও বলব না
গেল বছর পুজোর সময় সেই যে আমায় ফেলে,
দিদার কাছে যাচ্ছি বলে কোথায় চলে গেলে!
তখন থেকে তোমার জন্য বসে আছি মা,
এবার পুজোয় আসবে তো ঠিক, সত্যি বলো না।
বাবাটা মা এতই বোকা কিচ্ছু জানে না,
যতই বলি কাল আসবে মা, মোটেই মানে না।
আমার জন্য ভেবো না মা, আমি ভালোই আছি।
গেল বছর পুজোর সময় বাবার সঙ্গে গিয়েছিলাম রাঁচি।
পিন্টু মামা, চুমকি মাসি খেলনা দিল কত!
আমি কি আর যত্ন করে রাখতে পারি অত।
আসার সময় ঝুমঝুমিটা ভেঙ্গেই গেল পড়ে
সত্যি বলছি, আমি না মা ভাঙ্গিনি ইচ্ছে করে।
ওই দেখো মা একটা কথা বলতে গেছি ভুলে,
ময়নাটা না পালিয়ে গেছে, পরশু খাঁচা খুলে।
আর আমাদের দক্ষিণ দিকে পলাবতী গাছে,
আজ দেখেছি দুটো হলুদ ফুলও ফুটে আছে।
পরে আবার লিখব, মা যাই অঙ্ক কষা বাকি
না হলে তুমি যে বলবে পড়াতে দিস ফাঁকি।
আসার সময় এনো একটা নতুন ঝুমঝুমি
তুমি আমার প্রণাম নিও ইতি , তোমার রুমি।