লেখাপড়া করে যেই গাড়ি ঘোড়া চড়ে সেই – মদনমোহন তর্কালঙ্কার || Lekhapora Kore Jei Gari Ghora Chore Sei

লেখাপড়া করে যেই – মদনমোহন তর্কালঙ্কার ||  Lekhapora kore jei written by Madan Mohan Tarkalankar || বাংলা কবিতা || Bangla Kobita

                                              

লেখাপড়া করে যেই

গাড়ি ঘোড়া চড়ে সেই।

 লেখাপড়া যেই জানে

 সব লোক তারে মানে।

 কটু ভাষী নাহি হবে

 মিছা কথা নাহি কবে।

 

পর ধন নাহি লবে

 চিরদিন সুখে রবে।

 পিতামাতা গুরুজনে

 সেবা কর কায় মনে।